মোহাম্মাদ হাবিব উল্লাহ দুলাল,টরন্টো কানাডা।
“আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥
তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্রতারা
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥
তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,
কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে।
নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ–
সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে।”
~ রবীন্দ্রনাথ ঠাকুর
।৷ এক অন্য রকম ঈদ।।
রমজান মাস শেষ হয়ে আসছে। সামনে পবিত্র ঈদ-উল-ফিতর। মুসলমান ধর্মালম্বীদের জন্য আনন্দের দিন। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। তবে এই বছর ঈদের আনন্দ অনেকটাই মলিন হয়ে গেছে বিশ্ব মহামারী কোরোনা ভাইরাসের (NOVEL COVID-19) কারণে ভিন্নরকম এক ঈদ উদযাপন করতে যাচ্ছে মুসলিম বিশ্ব।
********************************
COVID 19 TOTALS IN ONTARIOConfirmed 24,628Recovered 18,767Deaths 2,021
TOTALS IN CANADAConfirmed 82,413Recovered 42,467Deaths 6,245
********************************
সামাজিক এবং অর্থনৈতিক কারণে আমরা কেউ বিপুল ধনসম্পদের অধিকারী, আবার কেউ শূন্য থলের মালিক। কেউ বাস করি অট্টালিকায়, আবার কেউ পড়ে আছি রাস্তাঘাটে। কারো খাবারের মেনুতে বিলাসিতার অভাব নেই, আবার কেউ এক মুঠো খাবারের জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না। কেউ রাস্তার ফকির। আবার কারো ব্যাংকে অঢেল অর্থ সম্পদ।কিন্তু অঢেল সম্পদের মালিক হলেও কী লাভ, করোনার মতো এমন রোগ যার দেহে বাসা বেঁধেছে, সে মন ভরে বা পেট ভরে খাওয়া তার ভাগ্যে জুটছে না। অথচ যার অঢেল টাকা নেই, একবেলা পেটপুড়ে খাওয়া আর একটু ভালোমন্দ চেখে দেখার কত জন্মের স্বপ্ন তার।করোনাকালের যখন সবাই লকডাউনে বন্দি, তখন বিশ্বের কত শিশু, নারী আর বৃদ্ধ রাস্তায় ফুটপাতে পড়ে আছে বিভিন্ন দেশে তার কোনো হিসাব নেই। আমরা তো স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখি। আর ওইসব মানুষ ধুলোবালিতেই সবসময় গড়াগড়ি খাচ্ছে। এসব ভাগ্যাহত মানুষ কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসেনি, আমাদের মতো এ’ পৃথিবীতেই তাদের জন্ম, বেড়ে উঠা। তাদেরও আছে হাসি-কান্নার অনুভূতি। ক্ষুধার জ্বালায় তারাও অস্থির হয়ে এখানে সেখানে দৌড়ে বেড়ায় এক মুঠো অন্নের জন্য।
এই করোনাকালে তাদের জীবন হয়ে উঠেছে আরো দুর্বিষহ-যন্ত্রণাময়। এদের মতো মধ্যবিত্তরাও চরম কষ্ট আর দুর্ভোগে দিন পার করছে। মুখ ফুটে না পারছে বলতে, বুক বেঁধে না পারছে সইতে।
সমাজের বিত্তবানরা এই অসহায় দরিদ্রদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার এখন শ্রেষ্ঠ সময়। মহামারি করোনা ভাইরাসকে জয় করতে হবে প্রেম-ভালোবাসা-মমতা এবং সহানুভূতি দিয়ে। রোগকে ঘৃণা করুন কিন্তু রোগীকে নয়। এটিই মানবতার ধর্ম।