মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সু চি গ্রেপ্তার হয়েছেন। দেশটির সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছেন।
ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র মিয়ো ন্যান্ট জানান অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে সোমবার সকালে নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, ‘আমি আমাদের জনগণকে তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া না দেখানোর এবং আইন অনুযায়ী কাজ করার জন্য অনুরোধ করছি। আমরা যতদূর জানি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মিয়ানমার সামরিক বাহিনী গ্রেপ্তার করেছে। সুতরাং, এখন আমরা বলতে পারি এটি সামরিক অভ্যুত্থান।’
মিয়ো ন্যান্ট বলেন, ‘ন্যাপিডতে অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টকে গ্রেপ্তার করা হয়েছে, আমি শুনেছি। সংসদ সদস্যদের বিষয়ে আমরা এখনো জানি না তবে ধারণা করছি তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে মিয়ানমার সেনাবাহিনী একটি অভ্যুত্থানের গুজবকে উড়িয়ে দেওয়ার পর এই ঘোষণা আসে। তবে নভেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন দল বিপুল ভোটে জয়ের ঘোষণা করার পর থেকে ঐ দেশে উত্তেজনা বৃদ্ধি পায়। মিয়ানমার সেনাবাহিনী নির্বাচনের এই ফল নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং জালিয়াতির অভিযোগ করে। পয়লা ফেব্রুয়ারি ন্যাপিডতে সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা ছিল।