আলাস্কা উপকূলে আকাশে থাকা একটি অজ্ঞাত ‘বস্তু’ ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এটি ধ্বংস করার জন্য যুদ্ধবিমানকে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
মুখপাত্র জন কিরবি বলেছেন, মানববিহীন বস্তুটি ‘ছোট গাড়ির আকার’ এবং বেসামরিক বিমান চলাচলের জন্য ‘যুক্তিসঙ্গত হুমকি’ তৈরি করেছে। ওই বস্তুটির উদ্দেশ্য এবং উৎপত্তি অস্পষ্ট।
মার্কিন ভূখণ্ডের জলসীমায় একটি চীনা বেলুন ধ্বংস করার এক সপ্তাহ পরে এই ঘটনা ঘটলো।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের জন কিরবি বলেন, বস্তুটি আলাস্কার উত্তর উপকূলে ৪০ হাজার ফুট উপরে উড়ছিল। উত্তর মেরু অভিমুখে সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় এটিকে গুলি করা হয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার বস্তুটি সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেনকে জানানো হয়। ওই সময় তিনি একে গুলি করে ভূপাতিতের নির্দেশ দেন।