ঘটনার শুরু কয়েক মাস আগে। বিয়ের পর অতিরিক্ত সুখের নেশায় ভায়াগ্রা সেবন শুরু করেন ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ২৮ বছর বয়সী এক যুবক। কোনো চিকিৎসকের পরামর্শ নেননি তিনি। শুধু বন্ধুদের কথা শুনে ওই ওষুধ খাচ্ছিলেন।
প্রথমে পরিমাণ ঠিক থাকলেও বন্ধুদের পরামর্শে তিনি ডোজ বাড়িয়ে দিয়েছিলেন। ডোজ বাড়াতে বাড়াতে প্রতিদিন ২০০ মিলিগ্রাম ডোজে ভায়াগ্রা সেবন শুরু করেছিলেন। পরে ২০ দিন ধরে একই অবস্থা থাকায় স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। অনেক অনুরোধের পর তিনি ফিরে আসেন। তবে পরামর্শ দেন হাসপাতালে ভর্তি হওয়ার। স্ত্রীর পরামর্শে ওই যুবক ভর্তি হন হাসপাতালে।
বুধবার (৮ জুন) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকেরা সফলভাবে তার সার্জারি করেছেন। শিগগিরই একটি স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হবেন তিনি। তবে তার একটি সমস্যা রয়েছে যা সারাজীবন স্থায়ী হবে। চিকিৎসকদের মতে তিনি সন্তান ধারণ করতে সক্ষম হলেও তার গোপনাঙ্গের উত্তেজনা কখনই কমবে না৷ তাই তাকে চিরকাল আঁটসাট পোশাক পরতে হবে ৷
চিকিৎসকরা জানান, ওই ওষুধ দিনে ৫০ মিলিগ্রামের বেশি সেবন করা একেবারেই উচিত না। ভায়াগ্রা শরীরের অন্যান্য অংশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর ওভারডোজ চোখের কোষের জন্য বিষাক্ত হতে পারে। তাই যা করার ভেবে চিন্তে এবং অতি অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিয়ে করা উচিত৷