-জাহানারা বুলা।
আবারও বিষন্নতার পথে,
উদম সূচালো শীত চলে পায়ে পায়ে গন্তব্যে আমার।
আমি যে যাবো বহু দূর!
ইচ্ছে হাত প্রসারিত হয়ে ছুঁয়ে আছে
সাগরের ঢেউ – সেখানে ধুধু বালিয়াড়িতে গোপন রয়েছে ফেনিল স্বপ্ন নোনা জলের,
শুক্তিরা ধরে আছে মুক্তো বুকে,
লাল কাঁকড়ার ঝাঁক দৌড়ে পালায় উদাসী অতিথির পায়ের নড়ম চারণে,
প্রবাল উঠে আসে আলস্য আঙুলের খোড়াখুড়িতে।
ভুলে যাওয়ার প্রবল স্পৃহার ক্যানভাসের বীভৎস ছবি অদৃশ্য করে দেয় উত্তরের হাওয়াই কুয়াশা।
অদৃশ্য সেখানে শিশির পিষে দেয়া নিষ্ঠুর পদতলে স্তম্ভিত হৃদয়, দৃষ্টি ছোঁয় না মনের পাশবিকতা।
সেখানে ধূসর মেঘ ছুঁয়ে দেয় ঘন নীল আকাশ,
বিস্মৃতির অতল থেকে ছুটে আসে না স্মৃতির ভীমরুল।
ডুব সাঁতারে পাড় ছুঁয়ে চলে যায় ঢেউ।
চেয়ে থাকি কৌতুহলে।
বিষন্ন হৃদয় খানি তুলে দেই ঢেউয়ের কোলে।
আমি যে চলে গেছি বহু দূর পাহাড়ের পাদদেশে সমুদ্র কূলে।
সূর্যের মধ্যমা জলের তরঙ্গ ছুঁয়ে নাচে রুপোলি আধুলী হয়ে।