বিশ্বকাপে ভরাডুবির পর বুধবার (১৫ নভেম্বর) পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান বাবর আজম। তার পর পরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টির জন্য অধিনায়ক করা হয় পেসার শাহীন আফ্রিদিকে। আর টেস্টের জন্য অধিনায়ক করা হয় শান মাসুদকে।
অধিনায়ক হয়ে আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহীন আফ্রিদি লিখেন, ‘আমাদের জাতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত ও রোমাঞ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ভক্তদের আস্থা ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমি দলের চেতনা ধরে রাখতে এবং ক্রিকেট মাঠে আমাদের দেশের গৌরব ছিনিয়ে আনতে আমার সেরাটা দেবো। ঐক্য, আস্থা ও নিরলস প্রচেষ্টার মধ্যেই আমাদের সাফল্য নিহিত। আমরা শুধু একটি দল নই; আমরা একটি ভ্রাতৃত্ববোধ, একটি পরিবার। চলো জেগে উঠি একসাথে।’
শাহীন আফ্রিদি এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দিয়েছিলেন। দুই আসরেই জিতিয়েছিলেন শিরোপা।
অবশ্য জানুয়ারির আগে পাকিস্তানের অধিনায়কের আর্মব্যান্ড পরার সুযোগ পাবেন না শাহীন। জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানেই অধিনায়ক হিসেবে অভিষেক হবে শাহীনের। তার আগে ডিসেম্বরে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে শান মাসুদের।