সম্পর্ক ডেস্ক: জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ মে) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান তিনি। তার মৃত্যূর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার।
তিনি বলেন, এরআগে একবার অধ্যাপক আনিসুজ্জামানের করোনাভাইরাস পরীক্ষা করা হয়, তাতে নেগেটিভ আসে। আজকে আবার নমুনা সংগ্রহ করা হয়েছে, সন্ধ্যার পর হয়তো রিপোর্ট পাওয়া যাবে। এই মুহূর্তে ধারণা করা হচ্ছে তিনি হার্টের সমস্যার জন্য মারা গেছেন।
অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানান, গত ২৭ এপ্রিল দুপুরে বাবাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেদিন আনন্দ জামান জানিয়েছিলেন- বাবাকে কিডনি ও ফুসফুসের সমস্যার কারণে এপ্রিলের শুরুতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে আবার ইউনিভার্সেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন বাবার হার্টে সমস্যা রয়েছে। বার্ধক্যজনিত নানা জটিলতা রয়েছে। যার কারণে অতটা স্বস্তিদায়কও নয়।