ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও বিএনপিপন্থি বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৭টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিএনপি প্রেস উইং সদস্য শামছুদ্দিন দিদার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজনীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ২টার দিকে বমি করছিলেন। একাধিকবার বমি করায় পর আমরা দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাই। শুক্রবার সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বাবা ইন্তেকাল করেন। বাবা একেবারে স্বাভাবিক ছিলেন। কোনো সমস্যা এখন পর্যন্ত জানতে পারিনি।
বাদ জুমা ও বাদ আছর দুটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হবে বলেও জানান তিনি।