সম্পর্ক ডেস্ক:- বাংলাদেশের খ্যাতনামা প্রকৌশলী, গবেষক, শিাবিদ, বিজ্ঞানী, তথ্য-প্রযুক্তিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী সোমবার গভীর রাতে মারা যান।
১৯৪৩ সালের ১৫ নভেম্বর সিলেট শহরে প্রকৌশলী আবিদ রেজা চৌধুরী ও হায়াতুন নেছা চৌধুরীর পরিবারে জন্মগ্রহণ করেন জামিলুর রেজা চৌধুরী। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
সোমবার রাত ২টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়। স্কয়ার হাসপাতালে যাওয়ার পথেই তিনি মারা যান। দুপুর দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঈদগাহ মসজিদে জামিলুর রেজার জানাজা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরে অনুষ্ঠিত জানাজায় ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নিকটতমদের মধ্যে হাতেগোনা কয়েকজন অংশগ্রহণ করেন। জানাজার পর জামিলুর রেজার মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়।