বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দেশের নন্দিত অভিনেতা, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এবার তাকে রাজাকারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
খ ম খুরশীদের পরিচালনায় সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায়। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নিরব হোসেন ও সুনেরাহ বিনতে কামাল। আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সিনেমাটির মহরত ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে আসাদুজ্জামান নূর বলেন, ‘এই সিনেমায় আসার পেছনের গল্প মূলত শাজাহান ভাই। যিনি বীর মুক্তিযোদ্ধা, তার আবেগ দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, দেশপ্রেম দিয়ে একটি ইতিহাস ধারণ করবার চেষ্টা করেছেন তার কাহিনির মধ্য দিয়ে। সে কারণে তার যে অনুরোধ, সেটা রাখাটা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে।’
তিনি আরো বলেন, ‘আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবন তেমন নির্ঝঞ্ঝাট নয়। আমাদের ব্যস্ততা একটু ভিন্ন ধরনের। একজন শিল্পী যখন অভিনয় করেন, তার যে মনঃসংযোগ ও একাগ্রতা প্রয়োজন, তার জন্য সময় বের করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। যে কারণেই হয়ত আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে। দীর্ঘদিন অভিনয় না করার ফলে, যেটা বলা হয় ‘অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়’, আমারও বিদ্যা হ্রাস পেয়েছে। এতে কোনও সন্দেহ নেই। আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার দক্ষতা এখন অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো।’
এই সিনেমায় আসাদুজ্জামান নূরকে দেখা যাবে শম্ভু রাজাকারের চরিত্রে। অন্যদিকে মুক্তিযোদ্ধার ভূমিকায় থাকছেন নিরব।