সর্ম্পক ডেস্ক: কানাডার অন্টারিওতে আরো ৫২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৮১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত মৃতু্য হয়েছে ৫৯ জনের। এ নিয়ে অন্টারিওতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫১ জনে। গত ৩ দিনের চেয়ে আজকে আক্রান্তের সংখ্যা একটু বেশি।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসরে সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন ৪৩৯ জন। অন্টারিওতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৬৪ জন।
গতকালই অন্টারিও প্রিমিয়াম ঘোষণা করেছিলেন, ধীরে ধীরে অন্টারিওর অর্থনীতি পুনরায় চালুর পরিকল্পনা করা হচ্ছে। আজকের আক্রান্তের সংখ্যা একটু বেশি হওয়ায় তাই অর্থনীতি পুনরায় চালুর পরিকল্পনা আরো দীর্ঘ হতে পারে।
ডা. ডেভিড উইলিয়ামস বলেন, নতুনভাবে কম সংখ্যক হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু সেটা আজ বেড়ে গেছে। যদিও নিবিড় পর্যবেক্ষনে এবং ভেন্টিলেটরে রোগী কমেছে।
অন্টারিও প্রদেশের বিভিন্ন বৃদ্ধাশ্রমে মোট ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছেন বৃদ্ধাশ্রম মন্ত্রণালয়।
মহামারি করোনায় এ পর্যন্ত কানাডায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪০ জন। মৃতু্য বরন করেছেন ২ হাজার ৭৬৯ জন। সুষ্ত হয়ে উঠেছেন ১৮ হাজার ৭২০ জন।