সর্ম্পক ডেস্ক: অন্টারিওতে যে সমস্ত কর্মকর্তারা লড়াই করে যাচ্ছেন করোনাভাইরাস থেকে মানুষকে সুস্থ করতে তাদের বেতন বৃদ্ধি ও বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।
শনিবার অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, হাসপাতালের কর্মী, বৃদ্ধাশ্রমের কর্মী, আশ্রয়কেন্দ্রগুলোর কর্মী, সংশোধন প্রতিষ্ঠানগুলোর কর্মী ও প্রাদেশিক সুবিধাভোগী কর্মীরা ঘণ্টাপ্রতি ৪ ডলার বেতন বেশি পাবেন।
তিনি আরো বলেন, যেসব কর্মকর্তারা এক মাসে ১০০ ঘণ্টার ওপর কাজ করবেন তারা মাসিক ২৫০ ডলার করে পাবেন পরবর্তী ১৬ সপ্তাহে। যা খুব দ্রুত কার্যকর হতে যাচ্ছে।
ফোর্ড বলেন, প্রায় ৩ লাখ ৫০ হাজার কর্মকর্তা সামনে থেকে সেবা দিয়ে দিয়ে যাচ্ছেন, তারা এই সহায়তা পাবেন। কিউবেকেও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে।
ফোর্ড এক সংবাদ সম্মেলনে বলেন, এটা হলো আমাদের পক্ষ থেকে ওই সব কর্মকর্তাদের ধন্যবাদ জানানোর মাধ্যম। এটা কর্মকর্তাদের কাজের প্রতি আরো আগ্রহী করে তুলবে।
মহামারি করোনাভাইরাসে অন্টারিওতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৫০৯ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩৫ জন।