সর্ম্পক ডেস্ক: এক সপ্তাহের মধ্যে আজকে সর্বোচ্চ সংখ্যক নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। অন্টারিওতে নতুন করে আরো ৪৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এই প্রদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৫৯৮ জন।
বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানান।
এছাড়া, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৬৩ জনের মৃতূ্য হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৪০ জনে। করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানান, মে ২ তারিখের পর আজকে সর্বোচ্চ সংখ্যক নতুন করে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। ২৪ এপ্রিলে পাওয়া ৬৪০ জন এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ করোনায় আক্রান্ত রোগী ছিলো।
এটি এখনও আমার কাছে বিভ্রান্ত হচ্ছে যে আমরা আরো ভাল করতে পারছে না বলে জানান ডা. ডেভিড উইলিয়ামস।
ডা. ডেভিড উইলিয়ামস বলেন, ‘এটা আমাকে অবাক করবে, যদি মানুষজন সামাজিক দুরত্ব পালনে ধারাবাহিক না থাকে।’
মহামারি করোনাভাইরাসে এখন পর্যন্ত কানাডায় আক্রাস্ত হয়েছেন ৬৬ হাজার ৩১৩ জন। মারা গেছেন ৪ হাজার ৫৬৭ জন। সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৪২ জন।