সর্ম্পক ডেস্ক: কানাডার অন্টারিওতে করোনায় আক্রান্ত হয়ে আরো ৫০ জনের মৃতু্য হয়েছে। এ নিয়ে অন্টারিওতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬৩ জনে।
শুক্রবার (২৪ এপ্রিল) অন্টারিওর স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানান।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় অন্টারিওতে নতুন করে আরো ৬৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৯ জনে।
স্বাস্থ্য কর্মকর্তা বলেন, গত দিনের তুলনায় অন্টারিওতে আজকে আক্রান্ত ও মৃতের সংখ্যা একটু বেশি। কিন্তু সামগ্রিক ভাবে এখানে সুস্থতার হার বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৭ জন।
অন্টারিওর প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডা. ডেভিড উইলিয়ামস গতকাল বলেন, করোনা আক্রান্তের সংখ্যা হাসপাতাল ও মূল্যায়ন কেন্দ্রগুলোতে কমে আসছে। কিন্তু এখন বৃদ্ধাশ্রমগুলো সংখ্যা ক্রমশ বাড়ছে।
মহামারি করোনাভাইরাসে কানাডায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫২৫ জন। মৃতু্য হযেছে ২ হাজার ২৯৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৪৬৯ জন।