সম্পর্ক ডেস্কঃ কানাডার সবচেয়ে বড় প্রদেশ অন্টারিওতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে চলেছে। তবে সূস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে বলে ধারনা করা হচ্ছে। সোমবার ১৩ এপ্রিলের হিসেবে আক্রান্ত রোগীদের প্রায় ৪৫ শতাংশ সূস্থ হয়ে উঠছেন।
সোমবার ব্লগ টরন্টোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা স্বাস্থ্য মন্ত্রনালয়ের ওয়েবসাইটে অন্টারিও প্রদেশে আক্রান্তের সংখ্যা ৭হাজার ৪শো ৭০ জন। ‘রিজলভড’ বলা হচ্ছে ৩হাজার ১২১জন। এই’ রিজলভড’ বলা হচ্ছে যারা করোনা ভাইরাস থেকে সেরে উঠছেন। এ সংখ্যা মোট আক্রান্তের ৪৪দশমিক৯ভাগ। গত সপ্তাহে এই হার ছিলো ৪১ দশমিক চার ভাগ।