সর্ম্পক ডেস্ক: আগামী সপ্তাহ থেকে অন্টারিওতে কিছু ব্যবসা পুনরায় খোলার অনুমতি দেবে বলে জানিয়েছেন প্রিমিয়ার ডগ ফোর্ড।
বুধবার (৬ মে) অন্টারিও প্রিমিয়ারের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সামনের সপ্তাহ থেকে এই প্রদেশে কিছু ব্যবসা পুনরায় খোলা যাবে জনস্বাস্থ্য ব্যবস্থা মেনে। রাস্তার পাশের কিছু খুচরা দোকান খোলা যাবে।
তিনি আরো বলেন, ‘আমরা সামনের দিকে এগোবো, কিন্তু সেটা খুব সাবধানতা অবলম্বন করে। ‘
৮ মে থেকে উদ্যান কেন্দ্র এবং নার্সারি, ৯ মে থেকে হার্ডওয়্যারের দোকান ও সুরক্ষা সরবরাহের দোকান পুনরায় চালু করা হয়েছে ।
‘এর অর্থ হলো, স্টাফ এবং ক্রেতাদের জনস্বাস্থ্য ব্যবস্থা মেনে এই দোকানগুলো থেকে পণ্য ক্রয় করতে পারবে।’
এই প্রদেশে এখন ফার্মেসি এবং মুদি দোকানগুলোতে যে ধরনের সুরক্ষা ব্যবস্থা চলে, নতুন খোলা দোকানগুলোতেও এই ধরনের ব্যবস্থা করতে হবে। সুরক্ষা ব্যবস্থার মধ্যে যেমন- সামাজিক দুরত্ব, যোগাযোগবিহীন অর্থপ্রদানের ব্যবস্থা এবং জায়গাগুলো জীবানুমুক্ত রাখা।
আগামী ১১ মে থেকে এই সব ব্যবসা পুনরায় চালুু করা যাবে।