রেজাউল ইসলাম:–অন্টারিও ভয়াবহ প্রানঘাতী এবং অধিক সংক্রমণশীল কোভিড-১৯ ভ্যারিয়েন্টের মুখোমুখি হওয়ায় প্রভিন্স আরেকটি স্টে-এট-হোম নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি গত বৃহস্পতিবার এপ্রিল ৮ তারিখ থেকে কার্যকর হয়েছে যা কমপক্ষে চার সপ্তাহ বলবৎ থাকবে। এই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, প্রায় ৩০টি কারন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।
নিন্মক্ত কারন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে নাঃ –
কাজে যাওয়া অথবা ভলেন্টিয়ার কোন কাজের সাথে যুক্ত থাকা। কাজটির ধরন অবশ্যই এসেনসিয়াল হিসাবে গন্য হতে হবে। স্টে-এট-হোম নির্দেশনার টার্ম অনুযায়ী এম্পায়াররা সিদ্ধান্ত নিবেন কাজটি এসেনসিয়াল নাকি এসেনসিয়াল না।
• স্কুলে গেলে( কিছু স্কুল বোর্ড ইন-পার্সোন লার্নিং বন্ধ করে দিয়েছে)
• চাইন্ড কেয়ার সংক্রান্ত কাজে উপস্থিত থাকার জন্য কিংবা চাইন্ড কেয়ার সেবা প্রদানের জন্য বাইরে যাতায়াত করা যাবে।
• কোন ট্রেনিং গ্রহন করলে কিংবা ট্রেনিং প্রদানের কার্যক্রম অথবা শিক্ষাসংক্রান্ত কোন সার্ভিসের সাথে যুক্ত থাকলে সেখানে অংশগ্রহন/উপস্থিত হবার জন্য বাইরে যাতায়ত করা যাবে
কোন জিনিস ক্রয়ের ক্ষেত্রেঃ
• খাদ্য,পানিয় এবং ব্যক্তিগত যত্ন,সেবা,পরিচর্চার জন্য কোন সামগ্রী ক্রয় করতে গেলে
• স্বাস্থ্য সেবার উপাদান, সামগ্রী এবং ঔষধপত্রের জন্য বাইরে যাওয়া যাবে।
• ল্যান্ডন্ডস্কেপিং এবং গার্ডেনিংয়ের জন্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় অথবা সার্ভিসের জন্য বাইরে যাওয়া যাবে। গৃহস্থালী,ব্যবসার কর্মকান্ড পরিচালনা,রক্ষনাবেক্ষন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ঘরের বাইরে যাওয়া যাবে।
• যে সব ব্যবসায় এপোয়েন্টমেন্টের ভিত্তিতে বিক্রয় এবং কার্বসাইড পিকআপের অনুমতি রয়েছে তাতে উপস্থিত এবং ক্রয়ের জন্য বাইরে যাওয়া যাবে।
• কোন আর্থিক প্রতিষ্ঠানে উপস্থিত/অংশগ্রহণের জন্য বাইরে যাওয়া যাবে।
• সরকারের কাছ থেকে যে কোন স্বাস্থ্য সেবা এবং মানসিক স্বাস্থ্য সেবার সহায়তা গ্রহনের জন্য বাইরে যাতায়াত করা যাবে
• অন্যদের সাহায্যের জন্যঃ
• কংগ্রিগেট সেটিংয়ের মধ্যে যারা থাকেন তাদেরকে দ্রব্যসামগ্রী সরবরাহ এবং সেবা প্রদানের জন্য বাইরে যাওয়া যাবে
• কেউ বাইরে যাতায়াতের ক্ষেত্রে এসিস্ট্যান্স প্রয়োজন হলে তাদের সাথে থাকার জন্য যাওয়া যাবে
• কোন বাচ্চাকে তাদের বাবা মা বা অভিভাবকের কাছে পৌঁছে দিতে বাইরে যাওয়া যাবে
• “বাসার কোন ব্যক্তি যে এই অর্ডারের মাধ্যমে কোথাও যেতে অনুমতিপ্রাপ্ত”
এমন ব্যক্তিকে পরিবহনের জন্য ঘরের বাইরে যাওয়া যাবে
কাউকে রক্ষা করতেঃ
• ডোমেস্টিক ভায়োলেন্স থেকে কাউকে রক্ষার জন্য বাইরে যাতায়াত করা যাবে
• যে নিরাপত্তাহীন অবস্থায় আছেন, এমন কাউকে সহায়তা করতে বাইরে যাওয়া যাবে
• জরুরী প্রয়োজনে কেউ সাহায্য চাইলে বাইরে যাওয়া যাবে
• কোর্টে অথবা অন্যান্য বিচার বিভাগীয় প্রশাসনিক কার্যক্রমে উপস্থিত হতে বাইরে যাওয়া যাবে
• এসিস্টিভ মবলিটি ডিভাইস দিয়ে যারা বাইরে হাটা অথবা চলাফেরা করেন
• আউটডোর বিনোদনমূলক কোন ব্যবস্থা যেগুলি খোলা রাখার অনুমতি আছে সেই সব বিনোদনমূলক সুযোগসুবিধাদী ব্যবহারের জন্য বাইরে যাওয়া যাবে
ইন্ডিজিনিয়াস রাইটসঃ
• কন্সটিটিউশন এক্ট ১৯৮২ এর এর্ব্রজিনাল চুক্তির অধিন যে সব কর্মকান্ড সংরক্ষিত আছে, সেই সবের ক্ষেত্রে বাইরে যাতায়াত করা যাবে
মুভিং এন্ড ট্রাভেলিংঃ
• অন্য একটি স্থানে যাতায়াত করা যাবে যদি সেই ব্যক্তি সেখানে ২৪ ঘন্টারও কম সময় থাকেন
• অন্যথা,অন্য কোন আবাসস্থলে যাতায়াত করা যাবে শুধুমাত্র কেউ যদি কমপক্ষে ১৪ দিন থাকার ইচ্ছা পোষন করেন
• নিজেদের সেফগার্ডের জন্য যারা বাবা মা,অভিভাবক অথবা কেয়ারগিভারের তত্ত্বাবধানে থাকেন তাদের জন্য যাতায়াত করা যাবে
• কোন আবাসস্থল ক্রয় অথবা বিক্রয়ের জন্য অথবা কোন আবাসস্থলের লিজ আরাম্ভ কিংবা সমাপ্তির জন্য ব্যবস্থাদী করতে যাতায়াত করা যাবে
মুভিংঃ
• প্রভিন্সের বাইরে কোন স্থানে ভ্রমনের উদ্দেশ্যে এয়ারপোর্ট, ট্রেইন বা বাস স্টেশনে যাওয়া যাবে
গ্যাদারিং:
• কেউ যদি একা থাকেন তবে অন্য একজন হাউজহোন্ড মেম্বারের সাথে মিলিত হতে পারবেন
• বিয়ে,শেষকৃত্য অথবা ধর্মিয় সার্ভিসের জন্য আইনগত অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় গ্যাদারিংয়ের ব্যবস্থা করা যাবে পশু
সেবা:
• পশুর জন্য খাদ্য কেনা এবং পশুর জন্য ভেটেনারী সার্ভিসের জন্য বাইরে যাওয়া যাবে
• পশুকে হাটানোর জন্য বাইরে যাওয়া যাবে
• পশুর যে কোন স্বাস্থ্য কিংবা নিরাপত্তার ঝুঁকি সহ পশুদেরকে অপব্যবহার প্রতিরোধ করার জন্য বাইরে যাতায়াত করা যাবে।
এই অর্ডারগুলির কোনটিই হোমলেসদের জন্য প্রযোজ্য হবে না।
Picture: CTV NEWS