রেজাউল ইসলাম:– অন্টারিও অফিসিয়ালরা নিশ্চিত করেছে যে, প্রভিন্সের ভ্যাক্সিন রোল আউট প্রগ্রামের দ্বিতীয় ফেজে রেস্টুরেন্ট ওয়ার্কারদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এক সপ্তাহ আগেও তাদেরকে অন্তর্ভুক্ত করা ছিল না। সরকার ভ্যাক্সিন পাবার যোগ্যদের তালিকা প্রকাশে ডিষ্ট্রিবিউশন প্ল্যানে যারা এডভোকেসি করে আসছিল ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রির মেম্বাররা তাদের সংগে চেষ্টা করে যাচ্ছিল অগ্রাধিকারের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করতে। মার্চের ৫ তারিখ অফিসিয়ালরা দ্বিতীয় ফেজে কারা ভ্যাক্সিন পাবে তার বিস্তারিত তালিকা প্রকাশ করে।
এই ক্যাটাগরির মধ্যে ওয়ার্কারদেরকে দুইভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগে টিচার,চাইল্ড কেয়ার ওয়ার্কার এবং খাদ্য প্রস্তুতকারী অথবা কৃষির সাথে যুক্ত যারা তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দ্বিতীয় ভাগে উচ্চ ঝুঁকিসম্পন্ন এবং ক্রিটিক্যাল রিটেইল ওয়ার্কার, যেমনঃ গ্রোসারি স্টোর ওয়ার্কার এবং ফার্মাসী,একই সাথে নিন্ম ঝুঁকির ফিনান্সিয়াল সার্ভিসের সাথে যুক্তদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। রেস্টুরেন্ট স্টাফ অথবা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রির মেম্বারদেরকে তালিকায় সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল না। এখন থেকে পরিবর্তিত অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয় ফেজে রেস্টুরেন্ট ওয়ার্কাররা ভ্যাক্সিন পাবে।