রেজাউল ইসলাম:–অন্টারিও গর্ভামেন্ট যারা ভ্যাক্সিনের জন্য যোগ্য এবং হটস্পট এলাকার বাসিন্দা তারা কিভাবে ভ্যাক্সিন পাবে তার অতিরিক্ত তথ্য দিয়েছে।
অন্টারিওতে অফিসিয়ালভাবে এই পর্যন্ত ৩.৩ মিলিয়ন ডোজের অধিক ভ্যাক্সিন দেওয়া হয়েছে। অফিসিয়ালরা বলেছেন, সিপমেন্টে বিলম্ব এবং মে মাসে ভ্যাক্সিনের অপ্রর্যাপ্ততা রোলআউট অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে।
টরন্টো এবং পিল রিজিওনে যারা হাইরিস্ক কমিউনিটিতে বাস করেন তারা এপ্রিলের মধ্যে এবং বাকী বাসিন্দারা মের মধ্যে ভ্যাক্সিন নেওয়া সম্পন্ন করবেন। এছাড়াও গর্ভামেন্ট সুনির্দিষ্ট ভাবে কোন গ্রুপ, সেই সংগে যারা হটস্পটে বসবাস এবং কাজ করছেন, তারা কিভাবে ভ্যাক্সিন পাবেন তার তথ্যও দিয়েছেন।
অফিসিয়ালরা বলেছেন, প্রভিন্সের দৈনিক ১৫০,০০০ ডোজ ভ্যাক্সিন দেওয়ার সক্ষমতা থাকা স্বত্তেও এই পর্যন্ত মাত্র ৩৩৫,০০০ অন্টারিয়ান ভ্যাক্সিনের উভয় শর্ট পেয়েছেন। মডার্নার বিলম্ব ভ্যাক্সিনের ফেস ২ -র বিতরন সময়সীমাকে প্রভাবিত করবে বলে অফিসিয়ালরা মনে করেন না।
এপ্রিলের ১২ তারিখ থেকে স্পেশাল এডুকেশন শিক্ষকরা প্রভিন্সের সিস্টেমের মাধ্যমে গন-টিকাদান ক্লিনিকে ভ্যাক্সিনের জন্য এপোয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এছাড়াও যেসব কর্মচারীর কর্মক্ষেত্র হটস্পটে এবং যেখানে ইতিপূর্বে কোভিড-১৯ আউট ব্রেক হয়েছিল অথবা আউট ব্রেকের ঝুঁকি আছে, তারাও ভ্যাক্সিন পাবার যোগ্য। প্রভিন্সের মতে, অনসাইটে ভ্যাক্সিন ক্লিনিক প্রতিষ্ঠা, পরিচালনা এবং অর্থায়নের জন্য এম্পলয়াররা দায়ী থাকবেন।.
যারা অনসাইটে ক্লিনিক প্রতিষ্ঠা করতে চান তারা নিন্মের লিংকে যোগাযোগ করতে পারেনঃ
covid19vaccinetaskforce@ontario.ca.