রেজাউল ইসলাম:–গতবার পুরো পাচ মাস অপেক্ষা করার পর চুল কাটার সুযোগ পাওয়া গিয়েছিল যখন প্রভিন্সে হেয়ার সেলুন খুলে দেওয়া হয়েছিল। এখানে অবশ্য কিছু সাইড অপশন খোলা ছিল। যারা চুল একদমই কানের নিচে আনতে রাজী ছিলেন না তারা কাছাকাছি কোথাও যেখানে সেলুনের উপর বিধিনিষেধ ছিল না সেখানে গিয়ে চুল কাটিয়েছেন অথবা টরন্টোতে আন্ডারগ্রাউন্ড হেয়ার ইকোনোমিতে গিয়ে অনেক ব্যয়ে তাদের চুল কাটিয়েছেন। অফিসিয়ালরা এর যে কোনটি করার বিরুদ্ধে খুব জোরালোভাবে সুপারিশ করে। প্রকৃতপক্ষে রি-ওপেনিং অন্টারিও এক্ট অনুযায়ী এই সব অবৈধ চুল কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। গ্রে-জোনে সেলুন আর বারবারসপকে চুল কাটার জন্য অনুমতি দেওয়া হয় নি।
আমরা গত স্প্রিংয়ে প্রথম লক ডাউনের সময় দেখেছি যে, ব্ল্যাক মার্কেটে তাদের কিচেনে কাস্টমাররা অনেক ডলার খরচ করে তাদের চুল কাটিয়েছে এবং চুল কালার করিয়েছে। বিষয়টি গত সোমবার যখন অন্টারিও গর্ভামেন্ট প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেছিল তখন সিটিভির কলিন ডি’মেলো ফোর্ডকে জিজ্ঞেস করেন,টরন্টো এবং পিল রিজিওনে সেলুন খুলে দেওয়া কি অধিক যুক্তিসঙ্গত নয় যে, কাস্টমাররা যাতে বাধ্য হয়ে আন্ডারগ্রাউন্ড বারবার এবং হেয়ার স্টাইলিং ইকোনমিতে যেতে না হয়?
ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়ার ভয় থেকে অনেক লাইসেন্সধারী পেশাজীবি আদৌ এই ধরনের কাজ করবে না এবং বেশির ভাগ বাসার কিচেনে সেলুনের মতো কঠিন হেলথ এন্ড সেফটি প্রটোকলের ব্যবস্থা নেই। প্রিমিয়ার ডাগ ফোর্ড সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, ” আমি তোমার কথা শুনেছি, আমি একই বিষয় জেনেছি, আমার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে, আমি এখনই ডগ ক্লিপারের কাছে যেতে চাই এবং আমার চুলগুলি উচু করে ক্লিপআপ করতে চাই এবং আমি এখানে আরো বেশি জেল দিতে পারবো যাতে তুমি তোমার স্টিক দিয়ে নাড়াচাড়া করতে পারো।” হেলথ মিনিস্টার ক্রিস্টিন এলিওট অবশ্য আরো একটু সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। “এটা দুর্ভাগ্যজনক যে আমাদের এই ধরনের আন্ডারগ্রাউন্ড আপারেশন চালু আছে। এটা ঘড়ির কাটার বিরুদ্ধে প্রতিযোগিতা যাতে করে যত বেশি সম্ভব মানুষকে ভ্যাক্সিন দেওয়া সম্ভব হয় এবং ব্যাখ্যাতীতভাবে বাড়তে থাকা ভ্যারিয়েন্ট থেকে রক্ষা করা যায়।” মিনিস্টার বলেন, সেলুনের মত পার্সোনাল সার্ভিস খুব ভয়াবহ কারন এখানে মানুষ খুব কাছাকাছি থাকে যা সংক্রমণের জন্য ক্রমবর্ধমান ঝুঁকির কারন হচ্ছে।” ” আমরা জনসাধারণকে ধৈর্য্য ধারন করতে বলি, তিনি আরো একটু খোলাসা করে বলেন, আর কয়েক সপ্তাহের মধ্যে তোমরা চুল কাটতে পারবে। “