শুক্রবার (৫ মার্চ) মিয়ানমারজুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দেশটির সরকারি সংস্থা জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে।
দেশটির স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি টুইটার ও ফেসবুকে জানাতে শুরু করে মিয়ানমারের বৃহত্তম নগরি ইয়াঙ্গুনের বাসিন্দারা।
ইয়াঙ্গুন ইলেকট্রিসিটি সাপ্লাই করপোরেশন বলেছে, ‘কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।’
ইরাবতি নদী তীরবর্তী মাগওয়েতে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানও একই তথ্য জানিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি পোস্ট করছেন বাসিন্দারা।
বিদ্যুৎ বিপর্যয়ের এই খবর এমন সময় এলো যখন সামরিক জান্তা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্লক করে রেখেছে। স্থানীয়রা অবশ্য ভিপিএন ব্যবহার করে ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করছেন।