সম্পর্ক ডেস্ক :-”অন্য দেশের নেতারা করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে লড়াই করে ভাইরাসটিতে সংক্রমিত হচ্ছেন আর বাংলাদেশের নেতারা ঘরের ভেতরে বসে আছেন।লন্ডনে প্রধানমন্ত্রীর পর্যন্ত করোনা হয়েছে, আজকে শুনেছি রাশিয়ার প্রধানমন্ত্রীর করোনা ভাইরাস হয়েছে। আমরা এমন দুর্ভাগা দেশ এখন পর্যন্ত কোন এমপি সাহেবের করোনা হয়েছে শুনছেন নাকি আপনারা।খালি সব গরিবের করোনা হবে দেখবেন।” শুক্রবার ১মে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
তিনি আরও বলেন, ‘চুনারুঘাটের ধর্মীয় প্রতিষ্ঠানের কোনো লোক যদি মনে করেন, আমার থেকে কোনো সহযোগিতা লাগবে, আমি আপনাদের কথা দিচ্ছি যে, এই দুর্যোগকালীন সময়ে আমি আপনাদের সহযোগিতা দেব।’
মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের উদ্দেশে তিনি বলেন, বিপদের সময় একজন আরেক জনের পাশে দাঁড়ানো মুসলমানের দায়িত্ব। কেউ বিপদে পড়লে তাৎক্ষণিক তার পাশে দাঁড়াতে হয়। তাই গত এক মাস ধরে লকডাউনের মধ্যে থাকলেও এলাকার অভাবি ও দরিদ্র মানুষদের সেবা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী নিয়েছেন দেশের দায়িত্ব,আমি দায়িত্ব নিলাম আমার এলাকার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের।
‘মানুষের যদি জায়গা নিতে হয়, তাহলে সেটা নিতে হয় হৃদয়ে। চেয়ারে জায়গা নিলে কিন্তু সেটা বেশিদিন থাকে না।তাই মানুষের হৃদয়ে যদি জায়গা নেয়া যায় সেটা বেশি দিন থাকে। আমি আজকে আপনাদের একটি ঘোষণা দিতে চাই। আমার ব্যক্তিগত এবং ফাউন্ডেশনের যত সম্পদ আছে তা নিয়ে আমার চুনারুঘাট এলাকার যত ধর্মীয় প্রতিষ্ঠানে আছে তাদের পাশে দাঁড়াতে চাই।দান করার জন্য ইতোমধ্যে ১২ টন চাল আনা হয়েছে। তিন-চার লাখ টাকার ডাল আছে। ঈদের সময়ে গরিবদের জন্য প্রয়োজনীয় সেমাই কিনে রাখা হয়েছে।এগুলো হলো- গরিব অসহায় মানুষের জন্য।’ বলেন ,সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন।
এছাড়াও তিনি দুর্যোগকালীন সময়ে উদ্বেগ প্রকাশ করে আরো বলেন,’আমেরিকা লন্ডনে যারা মারা যাচ্ছে, তাদেরকে রোগ থেকে বাঁচানো যাচ্ছে না। আর আমরা করোনা ভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে করোনায়ও মরব, অভাবেও মরব।আর দুই মাস যদি এভাবে সব বন্ধ থাকে আমার মতো মধ্যবিত্ত লোকেরই ১২টা বেজে যাবে।আমি জানি না অন্যান্য লোকের কী অবস্থা?’