ফারুক সাহেবের সঙ্গে আমার কাজের সুযোগ হয়নি। তবে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো। তিনি সত্যকে কখনো অস্বীকার করেননি৷ অপ্রিয় হলেও সত্য বলতেন সবসময়। এটা আমার কাছে ভালো লাগত। চলে গেলেও ফারুক সাহেব আমাদের মাঝে বেঁচে থাকবেন কর্মের মাধ্যমে। ফারুক সাহেবকে হারিয়ে চলচ্চিত্রের মানুষ একজন অভিভাবক হারিয়েছে।
নায়ক ফারুক প্রসঙ্গে এফডিসিতে শেষ বিদায় জানাতে এসে এভাবেই বললেন অভিনেত্রী সুজাতা আজিম।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র তথা সংস্কৃতি অঙ্গনে।
সুজাতা বলেন, একে একে আমরা সিনিয়র শিল্পীদের হারিয়ে ফেলছি। তাদের ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে হবে। তাদের ধরে রাখার অনেক সুযোগ আছে৷ তাদের আর্কাইভের মাধ্যমে বাঁচিয়ে রাখতে হবে। সবার স্মৃতি ধরে রেখে নতুন প্রজন্মকে চেনাতে হবে। এখনকার তরুণ প্রজন্ম সিনিয়র শিল্পীদের চেনে না।
এ জন্য সরকারি উদ্যোগ নিয়ে এফডিসিতে তাদের স্মৃতি ধরে রাখতে হবে বলে মনে করেন সুজাতা।