টি-টুয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসর। সেখানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাইড বেঞ্চেই সময় কাটিয়েছেন ডেভিড ওয়ার্নার। ফর্মহীনতার কারণে তাকে খেলানো হয়নি তেমন।
অথচ তিনিই কিনা জাতীয় দলের জার্সিতে যেন পুরোপুরি ভিন্ন ক্রিকেটার। ধারাবাহিক উজ্জ্বল পারফরম্যান্সে জিতে নিয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে এ পুরস্কার জিতলেন তিনি।
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সব ম্যাচে এসেছে মহামূল্যবান একেকটি ইনিংস এসেছে ওয়ার্নারের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালেও তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৫৩ রানের ঝকঝকে ও গুরুত্বপূর্ণ একটি ইনিংস।
সবমিলিয়ে বিশ্বকাপের ৭ ম্যাচ খেলে তিন ফিফটিতে ২৮৯ রান করেছেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। যা কি না এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান। ফাইনালে ৫৩ রান করার আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও করেছিলেন ৪৯ রান।
এবারের বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসট ৮৯ রানের। যা তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচটিতে। সেই ম্যাচে বড় জয়ের কল্যাণেই সেমির টিকিট নিশ্চিত করেছিলো অস্ট্রেলিয়া।
অর্থাৎ পরপর তিন ম্যাচে ওয়ার্নারের ব্যাট থেকে এসেছে ৮৯*, ৪৯ ও ৫৩ রানের অসাধারণ ৩টি ইনিংস। যাতে ভর করে বিশ্বকাপের সেরা খেলোয়াড় বেছে নিতে কোনো সমস্যাই হয়নি দায়িত্বে থাকা নির্বাচকমন্ডলীকে।