অবশেষে মুক্তি মিললো ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার রোনালদিনহোর এবং তার ভাইয়ের। তারা দুইজনেই পাঁচ মাস প্যারাগুয়েতে বন্দি ছিল। এর জন্য অবশ্য দুই লাখ ইউএস ডলার জরিমানা গুণতে হয়েছে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি এবং তার ভাইকে।
গেল মার্চে জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়ে প্রবেশের পরে পুলিশের হাতে গ্রেপ্তার হন রোনালদিনহো এবং তার ভাই রবার্তো অ্যাসিস। এরপরে এক মাস জেল-হাজতে কাটাতে হয় এই ভাতৃদ্বয়ের। পরবর্তী সময়ে হাউজ অ্যারেস্টে রাখা হয় রোনালদিনহো এবং তার ভাইকে। সেখানে নিজের ৪০তম জন্মদিন পালন করেন এই তারকা ফুটবলার।
এ সময়ের মাঝে তারা নিজেদের মামলার শুনানির কার্যক্রম চালান। গত মঙ্গলবার রোনালদিনহো এবং তার ভাই রবার্তো অ্যাসিসের শেষ শুনানির দিন ধার্য করা হয়েছিল। এর আগে এই দুইজনের মুক্তির আশ্বাস পাওয়া যাচ্ছিল। যেখানে কিছু শর্তের কথা বলা হয়েছিল তাদের। রোনালদিনহো এবং অ্যাসিস সেসব শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
ফলে মঙ্গলবারের শুনানি শেষে মুক্তি মিলে এই দুইজনের।