হাইতির অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রতিবাদে পদত্যাগ করছেন দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। অভিবাসীদের সংঘাতপূর্ণ দেশটিতে ফেরত পাঠানো যুক্তরাষ্ট্রের অমানবিক পদক্ষেপ বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন রাষ্ট্রদূত ড্যানিয়েল ফুটি।
মেক্সিকো সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্যের অভিবাসী শিবিরে এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার লোক আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই হাইতির নাগরিক। এদের মধ্যে অনেকেই ২০১০ সালে হাইতিতে ভূমিকম্পের পর এখানে এসেছিলেন। এই সংখ্যা কমাতে গত রোববার থেকে শিবির থেকে ১ হাজার ৪০১ জন অভিবাসীকে হাইতিতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
বিশেষ দূত ড্যানিয়েল ফুটি তার পদত্যাগ পত্রে লিখেছেন, ‘হাজার হাজার হাইতি শরণার্থী ও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর যুক্তরাষ্ট্রের অমানবিক, বিপরীত প্রতিক্রিয়াশীল সিদ্ধান্তের সঙ্গে আমি সম্পৃক্ত নই।’
গত জুলাইয়ে হাইতির বিশেষ দূত হিসেবে নিয়োগ পান ফুটি। ওই সময় তিনি জানিয়েছিলেন, দেশটির অবস্থা এতোটাই খারাপ যে, মার্কিন কর্মকর্তারা তাদের দপ্তরের নিরাপত্তা নিশ্চিত করতে অবরুদ্ধ হয়ে পড়েছেন।‘ভেঙ্গে পড়া রাষ্ট্রটি’ ফেরত যাওয়া অভিবাসীদের কোনোরকম সহায়তা দিতে পারবে না।