ডেভিড কার্ড, জোশুয়া অ্যাগ্রিস্ট ও গুইডো ইমবেনস ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। ডেভিড কার্ড কানাডার বংশোদ্ভূত মার্কিন নাগরিক, আমেরিকান-ইসরায়েলি জোশুয়া অ্যাংগ্রিস্ট ও ডাচ-আমেরিকান অর্থনীতিবিদ গুইডো ইমবেনস।
সোমবার (১১ অক্টােবর) বিকেল পৌনে চারটায় দ্য রয়াল সুইডিশ একাডেমি অব ইকোনমিক সায়েন্সের সভাপতি পিটার ফ্রেডরিকসন ঘোষণা করেন অর্থনীতিতে পুরস্কার বিজয়ীদের নাম।
নোবেল কমিটি জানায়, শ্রম অর্থনীতিতে গবেষণামূলক অবদানের জন্য এককভাবে অর্ধেক পুরস্কার জিতেছেন ডেভিড কার্ড। এছাড়া, জোশুয়া ও গুইডো যৌথভাবে বাকি অর্ধেক পুরস্কার জিতেছেন কারণগত সম্পর্ক বিশ্লেষণে তাদের পদ্ধতিগত অবদানের জন্য।
উল্লেখ্য, আর্থিক সম্পদের বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রে নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য যুক্তরাষ্ট্রের অধ্যাপক পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন গতবছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন।