ন্যাশনাল হেরাল্ড পত্রিকা সংশ্লিষ্ট অর্থপাচার মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) বৃহস্পতিবার তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। এর প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ করেছে কংগ্রেসকর্মীরা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইন জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে সোনিয়া গান্ধী ইডি দপ্তরে যান। তার সঙ্গে ছিলেন ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। তাকে ইডির পাঁচ কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেন। ইডির এই দলে নেতৃত্ব দিয়েছেন এক জন নারী অতিরিক্ত পরিচালক। কংগ্রেস নেত্রীকে ৫০টি প্রশ্ন করার প্রস্তুতি নিয়েছে ইডি।
কংগ্রেস এই পদক্ষেপের তীব্রা নিন্দা জানিয়ে একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছে। দলীয় প্রধানের সমর্থনে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করায় বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে আটক করা হয়েছে। ‘ইডির অপব্যবহার বন্ধ করুন’ লেখা বড় বড় ব্যানার নিয়ে কংগ্রেস নেতারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে পার্লামেন্ট কমপ্লেক্সের ভিতরে মিছিল করেছে। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভও হচ্ছে। কিছু জায়গায় বিক্ষোভকারীরা ট্রেন থামিয়ে দিয়েছে, এমনকি যানবাহন পুড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে কংগ্রেস বলেছে, ‘প্রধানমন্ত্রী ভুলে গেছেন যে কংগ্রেস সম্পর্কে তার ধারণাটি আমাদের কাছ থেকে নেওয়া নেতাদের উপর ভিত্তি করে। কংগ্রেস কী, গান্ধী পরিবার কী তা বোঝার জন্য তাদের বেশ কয়েকবার পুনর্জন্ম নিতে হবে।’