ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগরকে সম্প্রতি এক অনুষ্ঠানে ‘সুবিধাবাদী’ বলে মন্তব্য করেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মিশা সওদাগর।
এই খল-অভিনেতা বলেন, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আমাকে মিশা সওদাগর বানিয়েছে। তাই চলচ্চিত্রের স্বার্থে যেখানে আমাকে ডাকবেন, সেখানেই পাবেন। কে কী বলল এসব ভাবার সময় এখন না। আরেকটু অল্প বয়সে বিয়ে করলে বাপ্পির মতো আমার একটা ছেলে থাকতো। তাই আমি মনে করি বাপ্পি আমার ছেলের মতো। ছেলে বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে মজার ছলে। তাই বলে বাবা কখনো ছেলের সঙ্গে বেয়াদবি করতে পারে না। বাপ্পির অল্প বয়স, হয়তো না বুঝেই কথাগুলো বলেছে। সন্তান খারাপ হলে একজন বাবা কখনো সন্তানের খারাপ চায় না।’
বাপ্পির সিনেমা নিয়েও আমি ট্রেন্ডে ভাসতে চাই উল্লেখ করে মিশা সওদাগর বলেন, ‘তার সিনেমার জন্যও আমি ছুটে যেতে চাই। কথা বলতে চাই।’
সম্প্রতি তানভীর তারেকের উপস্থাপনায় ‘রাত আড্ডা’ লাইভ অনুষ্ঠানে গিয়ে বাপ্পি চৌধুরী মন্তব্য করেন ‘যেখানে ট্রেন্ড হয় সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। ‘পরাণ’ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই, ‘পরাণ’র ট্রেন্ডে দৌড়াচ্ছে। ‘হাওয়া’ ট্রেন্ডে ‘হাওয়া’তে দৌড়াচ্ছে- সুবিধাবাদি ট্রেন্ড আর কি!’