বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। চলচ্চিত্র জগতে ২৬ বছর পার করেছেন। এতো দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। পেয়েছেন অসংখ্য ভক্তের ভালোবাসা।
অভিনয়ের বাইরে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করেন এই চিত্রনায়িকা। ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে তার একটি সামাজিক সেবামূলক সংগঠন রয়েছে। এই সংগঠনের ব্যানারে শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গুলশান-১ লেকসংলগ্ন সড়কে মৌসুমী নিজ হাতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ওমর সানী।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘অসচ্ছল মানুষগুলো এখন শীতে কষ্ট করছেন। মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন অসচ্ছল শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। খুঁজে খুঁজে অসহায়, অসচ্ছল মানুষদের বের করছি। তাদের পাশে থাকার চেষ্টা করছি। চলমান শীতে আরো একবার শীতবস্ত্র নিয়ে মানুষের কাছে যাব।’
ওমর সানী বলেন, ‘আজ প্রথমদিন শীতবস্ত্র বিতরণ করেছি। ছোট পরিসরে রিকশাচালক ভাইদের মাঝে শীতবস্ত্র দেওয়া হয়েছে। কোভিডের এই সময় ভালোভাবে বুঝেছি জীবন কত ছোট। এক জীবনে যদি কিছু ভালো কাজ করে যেতে পারি তবে মানুষের দোয়া-আশীর্বাদ পাবো।’