ইন্দ্রাণী পাঠক। শিক্ষক, সংগীতশিল্পী, লেখক।
ভালবাসা দিবস…. ১৪ ই ফেব্রুয়ারি এই দিন নিয়ে সকলেরই কম বেশি জানা আছে। তাই ইতিহাসের পাতায় না গিয়ে ভালবাসা নিয়ে কিছু কথা লেখার প্রয়াস। ভাল এবং বাসা… যে বাড়িতে ভাল, সুন্দর, মনের প্রাপ্তি,অপ্রাপ্তি প্রকাশ করা যায় সেখানেই ভাল বাসা গড়ে ওঠে আর তার-ই নাম ভালবাসা। ভালবাসা দিবস নির্দিষ্ট কোনো দিনে হতে পারে না তারপরও একটি দিন বেছে নিয়েছেন পৃথিবীর মানুষ।
ভালবাসা শুধু প্রেমিক প্রেমিকার জন্য নয়, ভালবাসা বাবা- মা, ভাই -বোন, স্বামী-স্ত্রী, বন্ধু- বান্ধবী, পরিবার সহ সকল প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক সকল ব্যক্তির জন্য। মানবতার দিক ভালবাসা। ভালবাসার প্রকাশ ভঙ্গি একেকজনের একেকরকম হতে পারে। কেউ একজন ক্ষুধার্ত শিশুর মুখে খাবার তুলে দিলে সেই ক্ষুধার্ত শিশুটির নিষ্পাপ হাসির যে প্রকাশ এবং তা দেখে আপনার মনের যে অপার আনন্দের প্রকাশ তাও কিন্তু ভালবাসার একটি দিক। প্রতিবেশীর সুখ দুঃখে এগিয়ে যাওয়াও ভালবাসা। অনেক সময় ভালবাসা একতরফা হয়ে থাকে যা বেদনার সৃষ্টি হয় কিন্তু ভেবে দেখুন আপনি ভালবাসছেন ঠিক কিন্তু তিনি হয়তো আপনার ভালবাসা গ্রহণ করতে পারছেন না তাই বলে ভালবাসা হেরে গেল সেটি ভুল। সবার ক্ষমতা এক নয়, তাই একজন মানবিক মানুষ হিসেবে নৈতিকতা মেনে আপনার ভালবাসা আপনি প্রকাশ করবেন বাকীটুকুর সংমিশ্রণ ঘটানো অপরপক্ষের কাজ। তিনি এগিয়ে এলে দুটো হৃদয় একতারে বাধা হবে।
শেষ বয়সে একজন বৃদ্ধ-বৃদ্ধা চায় তাদের মৃত্যু একসাথে হোক, কেন? তারা একে অপরকে ছেড়ে থাকতে চায় না এরই নাম ভালবাসা। আপনার বাড়িতে কাজ করতে আসা মেয়ে বা ছেলেটিকে যখন কিছু খেতে দেন দেখবেন তারা তা না খেয়ে বাসায় নিতে চায় কেন? কারণ পরিবারের অন্যান্যদের সাথে সে সেই খাবার ভাগাভাগি বা সহভাগিতা করতে চায় এরই নাম ভালবাসা। ভালবাসা শুধু মানুষ নয় পশুপাখির মধ্যেও দৃশ্যমান।
একটি দেশ অপর একটি দেশকে সাহায্য করে থাকে সেখানেও আপনি সত্য দৃষ্টিতে ভালবাসা দেখবেন আর খালি চোখে দেখবেন বিনিময়। আসলে ভালবাসা বিনিময় হতে পারে বলে আমার মনে হয় না। ভালবাসা সত্য, সুন্দর, নিখাদ। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অনেক দেশ আমাদের সাহায্য করেছেন সেটি মানবিকতার দিক থেকে তাহলে কি বলা যায় না মানবিকতা যাদের আছে তারা ভালবাসেনি? ভালবেসেছেন অবশ্যই। ভালবাসা কেবল দেহসর্বস্ব নয় এটি মনেরও ব্যাপার। ভালবাসায় থাকবে মান, অভিমান, স্নেহ, খুনসুটি। দিনশেষে আমরা আমাদের প্রিয় ভালবাসার মানুষকে কাছে পেতে চাই এবং এটিও চাই সে ভালবাসা কখনো শেষ না হোক।
ঋতু বদলের ছয়টি ঋতুর মধ্যে ভালবাসা বিরাজ করে তবুও মানুষ বসন্তে ভেসে যেতে চায়। মানুষের মন বিচিত্র কিন্তু ভালবাসা বিচিত্র হতে পারে না ক্ষেত্রবিশেষে ভালবাসার রুপ ভিন্ন হয়। স্পর্শ, ছোঁয়া, অনুভুতি কি অপার আনন্দ দেয় তা সবাই বোঝে। ছোট্ট শিশুটিও মায়ের স্পর্শ বোঝে আর ভালবাসায় লেপ্টে থাকে মায়ের শরীরে। ভালবাসায় কপোত- কপোতী এক নীরে তাদের জীবন অতিবাহিত করতে চায়। আসলেই প্রতিটি মানুষ ভালবাসার কাঙ্গাল। কারো প্রকাশ আছে, কারো নেই। তাই ভালবাসার রঙিন ফাগুন দিনে বিশ্বের সকল ভালবাসার স্পন্দন সুস্থ থাকুক, অটুট থাকুক। অসীম ভালবাসায় সিক্ত হোক মানবজীবন।
ভালবাসা আছে বলেই এই পৃথিবী টিকে আছে।
পারিবারিক বন্ধন ভালবাসার ফলাফল।
উন্নতি, অগ্রগতি- সব কিছুই ভালবাসার প্রয়াস।
ধন্যবাদ।