সম্পর্ক ডেস্ক :-অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আজ শুক্রবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জাতীয় মন্ত্রিসভার বৈঠকের পর তিনি শিক্ষার্থীসহ আন্তর্জাতিক ভ্রমণকারীদের অস্ট্রেলিয়া থেকে তাঁদের নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
যাঁরা অস্থায়ী ভিসার অধীনে আছেন এবং খরচ নির্বাহের সামর্থ্য নেই, তাঁদের বিকল্প হচ্ছে নিজ দেশে ফিরে যাওয়া। বললেন দেশটির প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, অস্ট্রেলিয়াকে অবশ্যই তাদের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের ওপর নজর দেওয়া উচিত, যাতে তাঁদের সর্বাধিক অর্থনৈতিক সমর্থন নিশ্চিত করা যায়। ফলে এটা স্পষ্ট, অস্ট্রেলিয়ায় বর্তমানে ৫ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এবং আরও প্রায় ১০ লাখের বেশি অস্থায়ী ভাবে বসবাসকারী কেউই অস্ট্রেলিয়ার সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন না।
দেশটিতে বর্তমানে ৫ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী এবং সব মিলিয়ে প্রায় ১০ লাখের বেশি অস্থায়ী ভিসাধারী রয়েছেন, যাঁরা ইতিমধ্যে করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে কাজ্যুয়াল ও পার্টটাইম চাকরি হারিয়েছেন। তাঁরা এই দুর্যোগে ঘোষিত অস্ট্রেলিয়া সরকারের সামাজিক সুরক্ষা সুবিধাও পাবেন না। তা ছাড়া সীমিত বিমান চলাচলের কারণে নিজ দেশে ফিরে যাওয়ার পথও সংকীর্ণ হয়ে আছে।যদিও অস্ট্রেলিয়ায় আসা শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ নির্বাহের সামর্থ্য রয়েছে—এমন প্রমাণপত্র দেখানোর পরই ভিসা দেয়া হয়।
অন্যদিকে এখানে পড়াশোনা করতে আসা বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীও কাজ হারিয়েছেন। কত দিন এ পরিস্থিতি চলে, তা নিয়ে অভিভাবকদের পাশাপাশি এখানকার সচেতন মহলও চিন্তিত। সীমিত আকারে হলেও সিডনিতে বাংলাদেশি কমিউনিটির কিছু মানুষ এই শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছেন বলে জানিয়েছেন অনেকে।