সোমবার (১০ আগস্ট) মহামারি করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে মারাত্মক দিন পার করলো। প্রায় দুই সপ্তাহের মধ্যে সংক্রমণ নিম্নমুখী হলেও রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটলো এই দিনে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
অস্ট্রেলিয়ায় করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভিক্টোরিয়া রাজ্য। গেত ২৪ ঘণ্টায় সেখানে প্রাণঘাতী ভাইরাসে মারা গেছেন ১৯ জন, যা গোটা দেশে একদিনে সর্বোচ্চ। অস্ট্রেলিয়ায় দুই তৃতীয়াংশ আক্রান্ত ও মৃত্যুই হয়েছে এই রাজ্যে।
তবে আশার কথা হলো একদিনে সংক্রমণের হার কমেছে। ভিক্টোরিয়ার স্বাস্থ্য দফতর বলেছে, গেল ২৪ ঘণ্টায় ৩২২ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে যা ২৯ জুলাইয়ের পর একদিনে সর্বনিম্ন।
একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যুকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ‘কোভিড সংক্রমণের কারণে ভিক্টোরিয়ার যে ১৯ অস্ট্রেলিয়ান মারা গেছেন, তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা প্রকাশ করছি।’
ভিক্টোরিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৯৮১ জন এবং মৃত্যু বেড়ে ২২৯ জনে পৌঁছেছে। অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ২১ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ৩১৪ জন।