যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে দ্রুতই আইন তৈরি করতে যাচ্ছে দেশটির সরকার। মার্কিন সিনেটরদের একটি অংশ বন্দুক ব্যবহারে কড়াকড়ি আরোপের বিষয়ে একমত পোষণ করেছেন।
রোববার (১২ জুন) চেম্বারের “ফিলিবাস্টার” নিয়ম কাটিয়ে উঠতে পর্যাপ্ত রিপাবলিকানসহ সিনেটরদের দলটি সম্ভাব্য বন্দুক সুরক্ষা আইনের কাঠামোর বিষয়ে একটি চুক্তির ঘোষণা দিয়েছে। খবর আল-জাজিরার।
দশজন রিপাবলিকান এদিন প্রাথমিক চুক্তির জন্য তাদের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। এর ফলে, বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরোধিতার বাঁধা কাটিয়ে সম্ভাব্য প্রস্তাবনাটি সামনে এগোতে পারবে।
ওয়াশিংটন ডিসি থেকে আল-জাজিরার প্রতিবেদক রোসিল্যান্ড জর্ডান জানিয়েছেন, যদিও চূড়ান্ত টেক্সট প্রকাশ করা হয়নি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক সিনেটররা প্রস্তাবের আলোচনার কিছু মূল বিষয় প্রকাশ করেছেন।
সম্ভাব্য নতুন অস্ত্র আইনে বন্দুক কেনা ও ব্যবহারে পুর্বে ১৮ থেকে ২১ বছর বয়সীদের ব্যাকগ্রাউন্ড ব্যাপকভাবে পরিক্ষার করা হবে। যাতে তাদের ১৮ বছরের আগের ক্রিমিনাল রেকর্ড চেক করা হয়।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এক বিবৃতিতে এ পরিকল্পনাকে একটি ভাল পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এর ফলে, ২১ বছরের কম বয়সী সম্ভাব্য গণ শ্যুটারদের দ্রুত অ্যাসল্ট রাইফেল পাওয়ার ক্ষমতাকে সীমিত করবে।
এদিকে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বন্ধে রোববার দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। গত ২৪ মে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ ২১ জন নিহতের পর থেকেই আগ্নেয়াস্ত্র ব্যবহারে কড়াকড়ি আরোপের বিষয়টি সামনে আসে। দেশটিতে বিভিন্ন সময় বন্দুকাধারীর গুলিতে অসংখ্য মানুষ মারা যান।