মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছিলেন আর্চার। এরপর প্রায় ২০ দিন তিনি ছিলেন না দলের সঙ্গে। এই সময় কোথায় গিয়েছিলেন তিনি?
বুধবার জানা গেছে, আর্চার আইপিএল ছেড়ে গিয়েছিলেন বেলজিয়ামে। যেখানে তার ডান কুনুইর ছোটখাটো একটি সার্জারি করেন বিশেষজ্ঞ সার্জন।
গেল দুই বছর ডান কুনুইর ইনজুরির সমস্যায় ভুগছিলেন আর্চার। ২০২১ সালে ইনজুরিতে পড়ার পর তিনি গ্রীষ্ম মৌসুম, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ খেলতে পারেননি। লম্বা সময় ইনজুরি থাকা আর্চার চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন।
সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে বেশ আশা জাগানিয়া পারফরম্যান্সও করেছিলেন।
বেলজিয়ামে বিশেষজ্ঞ সার্জন দেখিয়ে ইতোমধ্যে মুম্বাই শিবিরে যোগ দিয়েছেন ইংলিশ এই পেসার। গেল শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলেছেনও। ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ১টি উইকেটও নেন তিনি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আশাবাদী যে, আর্চার এবার অ্যাশেজ সিরিজে খেলতে পারবেন। ১৬ জুন থেকে এজবাস্টনে শুরু হবে অ্যাশেজ সিরিজ। যদিও আর্চার গেল প্রায় দুই বছর ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন না।