মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিত্র পরিচালক কাজী হায়াৎ। শারীরিক অবস্থার অবনতি হয়ে এখন তিনি আইসিইউতে আছেন।
রোববার (২১ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। এর আগে কাজী মারুফ তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।
গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হন কাজী হায়াৎ। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত। অবস্থার অবনতি হলে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।
এর আগে গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর জ্বর অনুভব করেন তিনি। ৩ দিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
কাজী হায়াৎ এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত সিনেমাটি এই পরিচালকের ৫০তম সিনেমা।