চিত্রনায়িকা দীঘিকে এবার ঈদে সিনেমার পর্দায় নয়, মিউজিক ভিডিওতে দেখা যাবে। ‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন লাবনী।
গানের কথা লিখেছেন মিজানুর রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন। ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সম্প্রতি আরটিভির স্টুডিওতে জমকালো আয়োজনে নির্মাণ হয় ভিডিওটি।
এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘কাজটি খুব ব্যতিক্রম হয়েছে। গানের তালে তালে আমি নেচেছি। সঙ্গে ছিলেন আরও বেশ কিছু সহশিল্পী। মনে হচ্ছিল মিউজিক ভিডিও নয়, সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী। দর্শক-শ্রোতারা পছন্দ করবেন বলেই বিশ্বাস।’
মিউজিক ভিডিওটি ঈদে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে উন্মুক্ত করা হবে। শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। গত বছর তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরই মধ্যে ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় দেখা গেছে তাকে। কাজ করেছেন জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও।