মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আগামী মাসে ইউরোপে প্রভাবশালী হতে পারে।
বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডির লিয়ন এই সতর্কবার্তা দিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের জোটভুক্ত ২৭টি দেশে করোনার টিকার যথেষ্ট মজুদ আছে বলে এর আগে দাবি করেছিলেন উরসুলা। টিকা উদ্ভাবনের পরপরই এই দেশগুলো নিজেদের নাগরিকদের জন্য টিকা সরবরাহ নিশ্চিত করে। দরিদ্র দেশগুলোর সঙ্গে টিকা সমবন্টনের যে আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জানিয়ে আসছিল, জোটভুক্ত দেশগুলো প্রথম দিকে তা কানে তোলেনি। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে।
ইউরোপীয় পার্লামেন্টে উরসুলা বলেছেন, ‘নতুন সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হওয়ার সময়টি যদি দেখেন তাহলে মনে হবে প্রতি দুই বা তিন দিনে তা দ্বিগুণ হচ্ছে। এটি বিশাল। আমাদের বলা হয়েছে, জানুয়ারির মাঝামাঝি নাগাদ, ইউরোপে প্রভাবশালী ভ্যারিয়েন্ট হতে পারে ওমিক্রন।’