রেজাউল ইসলাম : গত ২১ শে ফেব্রুয়ারী সময় ১১:৫৯ পিএম ইষ্টার্ন টাইম অনুযায়ী শুধুমাত্র অব্যহতি প্রাপ্ত ছাড়া সব আন্তর্জাতিক যাত্রীদের জন্য নিন্মলিখিত নিয়ন কার্যকর হবেঃ
১)কানাডার উদ্দেশ্যে যাত্রার আগে সরকার কর্তৃক অথোরাইজড হোটেল তিন রাতের জন্য সংরক্ষণ করতে হবে ।
২) কানাডাতে অবতরনের পর এয়ারপোর্টে কোভিড১৯ মলিকিউলার টেস্ট নিতে হবে।
৩) এয়ারপোর্টে অবতরনের পর নেওয়া মলিকিউলার টেস্টের ফলাফল না পাওয়া পর্যন্ত সরকার কর্তৃক অথোরাইজড হোটেলে থাকতে হবে।
৪) নিন্মলিখিত খরচবাবদ হোটেলে থাকার খরচ পরিশোধ করতে হবেঃ
• খাদ্য • নিরাপত্তা • যাতায়াত • সংক্রমণ দূরীকরণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা যাত্রীদেরকে ArriveCAN এর মাধ্যমে হোটেলে থাকার রিজার্ভেশন এবং অগ্রিম অর্থ পরিশোধের প্রমান উপস্থাপন করতে হবে।
হোটেলে বাধ্যতামূলক থাকার পরেও যাত্রীদের মনে রাখতে হবে যে তাদেরকে আরো ১৪ দিন কোয়ারেন্টিন থাকতে হবে। এছাড়াও এয়ারপোর্টে অবতরনের পর প্রত্যেক যাত্রীকে কোভিড১৯ টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দিতে হবে।