ইউক্রেনের মারিউপোলের আজভস্টাল স্টিল প্লান্টে ফসফরাস বোমা ফেলেছে রাশিয়া। রোববার ইউক্রেনীয় কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।
মারিউপোল সিটি কাউন্সিলের সহকারী মেয়র পেট্রো আন্দ্রিউশচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, ‘নরক পৃথিবীতে এসেছে। আজভস্টালের কাছে।’ তিনি হামলার একটি ভিডিও পোস্ট করেছেন, এতে কামানের গোলাও দেখা গেছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি।
এর আগেও ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার বিরুদ্ধে দোনবাস অঞ্চলে ফসফরাস বোমা ফেলার অভিযোগ করেছিল। তবে রাশিয়া এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
ফসফরাস বোমা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। জনবহুল এলাকায় আন্তর্জাতিক আইনে এই বোমার ব্যবহার নিষিদ্ধ।