এবিএম সালেহ উদ্দীন
মানুষের স্মৃতি ক্ষীয়মান তবু,
এমন কিছু স্মৃতি থাকে যা কখনো ভোলা যায় না,
ম্লান হয় না সতত বয়ে যায়
হৃদয় থেকে হৃদয়ে
কতদিন কত ছবি উঁকি মারে স্মৃতির অ্যালবামে ।
ফেব্রুয়ারির একটি একুশই ছিল,
ফুল ফাগুনের আট তারিখ
তখনো ফুটেছিল বসন্তের ফুল,
ফুটেছিল কৃষ্ণচূড়া সর্বত্র পূর্ণ ছিল ভালোবাসার মানুষ ।
অন্যদিকে রুক্ষতার হিংস্রপথে বয়েছিল শোষকের চোখ রাঙানি !
ভাষার তরে জাগ্রত ছিল বর্ণমালার মিছিল ।
বিশ্ববিদ্যালয় চত্ত্বর,রাজপথ জুড়ে
একটি চিত্র শ্লোগান ছিল
রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই ।
ভাষার স্তরে মিছিলগুলো মিশে গিয়েছিল একই সত্ত্বায় মোহনায় ।
অত:পর অকস্মাৎ ছড়িয়ে পড়ে
বারুদগন্ধ ক্ষীপ্র হয়ে ধেয়ে আসে নির্মমতা,
শোষকের গুলিতে লুটিয়ে পড়ে
সোনার মানুষ— সালাম,রফিক বরকত,সফিক,
জাব্বার রক্তের শোণিতধারায় লুটোপুটি খায়
মায়ের ভাষা,বাংলাভাষা ।
এখনও যদি একুশ আসে নিথর হয়ে
কাঁদে আজিমপুর,কাঁদে শহীদ মিনার
অসমাপ্ত কবিতার মতো কাঁদে বর্ণমালা ।
তখনই আমাদের ভাবতে
যেথায় হে আমার মাতৃভাষা,
হে আমার প্রিয় বাংলা তুমি কি সত্যিই বিজয়িনী ?
নাকি অন্তহীন কান্নার ধূসর হাহাকারের অনাবিল স্রোতধারা…