সম্পর্ক ডেস্ক:– সত্তরের দশকের মিষ্টি বাঙালি মেয়ে থেকে বলিউডের বচ্চন পরিবারের দাপুটে অভিনেত্রী
জয়া বচ্চন আজ ৭১ বছরে পা দিলেন।১৯৫০ সালের আজকের দিনে ভারতের মধ্য প্রদেশের জব্বলপুরে জন্ম হয় জয়ার।তবে জয়া বচ্চনের আরেক পরিচিতি তার আদি নিবাস বাংলাদেশে! চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চনের পৈত্রিক আদি নিবাস নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায়। ১৯৪৭-৪৮ সালের দেশ বিভাগের পূর্বে তার বাবা তরুণ কুমার ভাদুরী কলকাতায় চলে যান।সম্পর্কের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা
ও শ্রদ্ধা আপনাকে।
১৫ বছর বয়সে সত্যজিত্ রায়ের হাত ধরে ১৯৬৩ সালে তাঁর ছবির জগতে পা রাখা। মহানগরের পর নায়িকা হিসেবে তাঁর আত্মপ্রকাশ ঋষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি (১৯৭১) ছবিতে।সত্তরের দশকে জয়া বচ্চন ছিলেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদেরই একজন। গুড্ডি, অভিমান, জঞ্জির, মিলি, উপহারের মতো সিনেমায় তাঁর অভিনয় স্মৃতি আজও অমলিন।
১৯৭৩সালের ৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন অমিতাভ ও জয়া। অসাধারণ অভিনয়ের জন্যে জয়া তার তিনবার ফিল্মফেয়ার-এ সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন। ২০০৭ পেয়েছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট-এর সম্মান।