আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌঁসুলির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। গত মার্চে যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা তৈরি করেছিলেন করিম খান। এ কারণে তার বিরুদ্ধে পাল্টা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে শুক্রবার রুশ সংবাদমাধ্যম জানিয়েছে।
রুশ বার্তা সংস্থা তাস শুক্রবার মন্ত্রণালয়ের ডাটাবেসের বরাত দিয়ে জানিয়েছে, হেগভিত্তিক যুদ্ধাপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে। ডাটাবেসে যুক্তরাজ্যের নাগরিক আইসিসি প্রসিকিউটরের একটি ছবি যুক্ত করা হয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি মার্চ মাসে জানিয়েছিল, পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে খানের বিরুদ্ধে ‘নির্দোষ বলে পরিচিত একজন ব্যক্তির অপরাধমূলক বিচারের জন্য’ তদন্ত করা হচ্ছে। এছাড়া ‘আন্তর্জাতিক সুরক্ষায় থাকা একটি বিদেশী রাষ্ট্রের প্রতিনিধির উপর আক্রমণ’ করার অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।