রাশিয়া বিশ্বকাপ সফরটা মোটেও ভালো যায়নি স্পেনের। শেষ ষোলো থেকে বিদায় নেয় আসরের অন্যতম ফেভারিট দলটি। এদিকে, স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলেন রাশিয়ায় স্পেনের জার্সি গায়ে শেষবারের মতো দেখা যাবে তাকে। অবশেষে সে কথাই নিশ্চিত করলেন এই বার্সা তারকা।
শনিবার পিকে বলেন, জাতীয় দলের কোচ লুইস এনরিকের সঙ্গে কিছুদিন আগে আমি কথা বলেছি। তাকে জানিয়েছি, আমার সিদ্ধান্তটা অনেক আগেই নেয়া হয়ে গেছে। স্পেন দলের সঙ্গে আমি সত্যিই দারুণ সময়
কাটিয়েছি।
একটি বিশ্বকাপ এবং একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছি। কিন্তু সেসব অনেক পুরনো। সব কিছুর শেষ থাকে তাই এটাই সেই সময়।
উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে পিকের প্রাপ্তি অনেক। স্পেনের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে ২০০৯ সালে প্রবেশ করেন পিকে। এরপরই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। স্পেনের জার্সিতে ১০২ ম্যাচ খেলে গোল করেছেন পাঁচটি। এছাড়া, ২০১০ সালে স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। জিতেছেন ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও।
Disclaimer:
The editorial team is not responsible for the content of the writing.