উজবেকিস্তানে বিধ্বস্ত হয়েছে আফগানিস্তানের সামরিক বাহিনীর একটি বিমান। উজবেকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এই বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।
সোমবার (১৬ আগস্ট) উজবেকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বাকরম জুলফিকারভ বার্তা সংস্থা এএফপিকে জানান, আফগানিস্তানের বিমানটি অবৈধভাবে উজবেকিস্তানের সীমান্ত অতিক্রম করছিল। এই দুর্ঘটনা তদন্ত উজবেকিস্তান সরকার তদন্ত কমিটি গঠন করেছে।
রোববার ভোররাতে উজবেকিস্তানের দক্ষিণ প্রদেশের সুরকান্দ্রোয়োতে এই বিমান দুর্ঘটনা ঘটে। উজবেকিস্তানের এই এলাকা আফগান সীমান্তের খুব কাছে।
দুর্ঘটনা কবলিত বিমানে কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য মেলেনি।
উল্লেখ্য, আফগানিস্তান এখন তালেবানদের কব্জায়। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি তালেবানদের আগ্রাসনের মুখে তাজিকিস্তানে পালিয়ে গেছেন।