মহামারি করোনাভাইরাসের প্রকোপ আফ্রিকা মহাদেশে তুলনামূলক কম। এরপরও বৃহস্পতিবার পর্যন্ত সুবিধাবঞ্চিত মহাদেশটিতে আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে। মহাদেশটিতে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ২১৬ জন। এখন পর্যন্ত কনোনায় মারা গেছে ৫২ হাজার ৮২৪ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৮ লাখ ৯২ হাজার ১৩ জন। খবর আনাদোলু এজেন্সির।
আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬০০ জন। মারা গেছে ২৩ হাজার ৫০০ জন। সুস্থ হয়ে উঠেছে সর্বোচ্চ ৯ লাখ ১৯ হাজার ৬০০ জন।
এ ছাড়া উত্তর আফ্রিকার দেশগুলোতে ৭ লাখ ৬৪ হাজার ৯০০ জন, পূর্ব আফ্রিকার দেশগুলোতে ২ লাখ ৭৭ হাজার জন ও পশ্চিম আফ্রিকায় ২ লাখ ৭ হাজার ৬০০ জন ও মধ্য আফ্রিকার দেশগুলোতে ৬৬ হাজার ১০০ জন আক্রান্ত হয়েছে।
তার মধ্যে উত্তর আফ্রিকায় ২০ হাজার জন, পূর্ব আফ্রিকায় ৫ হাজার ৩০০ জন, পশ্চিম আফ্রিকায় ২ হাজার ৯০০ জন ও মধ্য আফ্রিকায় ১ হাজার ২০০ জন মারা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৬২ লাখ ২৩ হাজার ৯০৬ জন। মারা গেছে ১৫ লাখ ২৪ হাজার ২৫৫ জন।