এই বছর এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে ভারত সেখানে গিয়ে খেলতে চায় না। পাকিস্তানে আদৌ এই প্রতিযোগিতা হবে কি না, সেই নিষ্পত্তি এখনো হয়নি। সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান ও বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ঘোষণা দিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুতে হবে এশিয়া কাপ, যা পাকিস্তানের ক্রিকেট মহলে শোরগোল তৈরি করেছে।
জয় শাহর এমন ঘোষণাকে বিসিসিআইর ধৃষ্টতা মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। শহীদ আফ্রিদিও তাই মনে করছেন। তার মতে, বিসিসিআইর সামনে আইসিসিও কিছু করতে পারবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সামনে বিশ্ব ক্রিকেট সংস্থা অসহায়।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে আসবে কি না? নাকি আমরা ভারতে ওয়ানডে বিশ্বকাপ বয়কট করবো? কিন্তু কোনো একদিকে তো আমাদের অবস্থান নিতে হবে।’
আফ্রিদি আরো যোগ করেন, ‘এই ক্ষেত্রে আইসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের এগিয়ে আসা উচিত। কিন্তু আমার একটা কথা বলার আছে, এমনকি আইসিসিও বিসিসিআইর সামনে কিছু করতে পারবে না।’