এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো অবরুদ্ধ জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় অন্তত ৩১ জন আহত হয়েছে।
শুক্রবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলি পুলিশের দাবি, শতাধিক লোক ইহুদিদের প্রার্থণাস্থল ওয়েস্টার্ন ওয়ালের কাছাকাছি যাচ্ছিল। এসময় তারা পাথর ও আতশবাজি জড়ো করছিল। তাদের ঠেকাতেই পুলিশ হামলা চালায়।
বার্তা সংস্থা রয়টার্সকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফজরের নামাজের পর পুলিশ মসজিদের আঙ্গিনায় প্রবেশ করে এবং প্রায় ২০০ ফিলিস্তিনিকে লক্ষ্য করে রাবার বুলেট এবং স্টান গ্রেনেড ছোড়ে। এর জবাবে ফিলিস্তিনিরা পাথর নিক্ষেপ করে।
প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার ফজরের নামাজের সময় আল-আকসা মসজিদে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এসময় মুসল্লিদের বেধড়ক মারপিট করে তারা এবং শতাধিক ব্যক্তিকে আটক করে। এর দুদিন পর পুনরায় মসজিদের ভেতরে হামলা চালানো হয়।