অনেক সপ্তাহ ধরে মহামারি করোনভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফ্রান্স ও পোল্যান্ডে আবার লকডাউন ঘোষণা করা হয়েছে।
শনিবার (২০ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি জানায়, সংক্রমণ কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ দেশটির আরো অন্যান্য ১৬ এলাকায় ২ কোটি ১০ লাখ মানুষের শরীরে কোভিড-১৯-এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থেকেই মূলত এই লকডাউনের ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত তিন সপ্তাহ ধরে পোল্যান্ডে দেশব্যাপী দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ এবং সব সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গত বছরের নভেম্বর থেকে দেশটিতে দৈনিক করোনার হার বেড়েই চলছে।
দিন দিন জার্মানিতেও করোনার সংক্রমণ বেড়ে চলায় দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল করোনার সংক্রমণ থেকে নিজেদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, দেশটিতে এখন‘‘জরুরি ব্রেক’ নেওয়া প্রয়োজন। লকডাউনের সময় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিলো তা আবার জারি করা দরকার। করোনাভাইরাস টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ব্যবহার ফিনল্যান্ডসহ ইউরোপের আরও কয়েকটি দেশে আপাতত স্থগিত করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। রক্ত জমাট বাধার অভিযোগেই মূলত আপাতত এই টিকা বন্ধের ঘোষণা হয়েছে।