পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তার জীবন বিপদের মুখে রয়েছে। শুক্রবার জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
ইমরান খান এমন সময় এ মন্তব্য করলেন যখন তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে বিরোধী দলগুলো। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি দাবি করেছিলেন, বিদেশি রাষ্ট্র তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করছে। তার সাম্প্রতিক রাশিয়া সফরের কারণে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ। তাই তাকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোর কাছে গোপন চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন, তাকে হত্যার ষড়যন্ত্রের বিষয়টি তিনি ২০২১ সালের আগস্ট থেকে জানেন।
এর আগে শুক্রবার পাক নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী হত্যার একটি গোপন পরিকল্পনার খবর জানতে পেরেছেন। এর পরপর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।